1. admin@dainiknabadiganterdak.com : admin :
সোমবার, ০২ অগাস্ট ২০২১, ০৫:৫৫ অপরাহ্ন

সাদা শাপলা যে কারণে জাতীয় ফুল

পাতাবাহার ডেস্ক:
 • সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
 • ২৭৪ বার পঠিত
সংবাদটি শেয়ার করুন:
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

বাংলাদেশ আমাদের জাতীয় প্রিয় জন্মভূমি। দেশ সম্পর্কে তোমাদের জানতে হবে, এ দেশের জাতীয় ফুল-ফল, পশু-পাখি ও নদ নদীর সম্পর্কে ধারণা রাখতে হবে। আমরা সবাই ফুল ভালোবাসি। আজ জাতীয় ফুল শাপলা নিয়ে আলোচনা করবো। এটা তোমরা সবাই জানো যে। সাদা শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। যার ইংরেজি নাম ‘ওয়াটার লিলি’।
শাপলা এক ধরনের জলজ উদ্ভিদ। শাপলাকে কনে জাতীয় ফুল হিসাবে বিবেচনা করা হয়, তোমরা কি তা জান?
সাদা শাপলা হলো জনগনের প্রতিক। এটা বিশ্বাস করা হয় যে শাপলার সাদা রং আত্মাকে পরিশুদ্ধ করে আর পাপড়িগুলোর মতো দেশের মানুষকে একত্রিত করে।
তাই শাপলা ফুল অনেক রঙের হলেও কেবল সাদা শাপলা বাংলাদেশের জাতীয় ফুলের মর্যাদা পয়েছে।
বাংলাদেশের পয়সা, টাকা ও দলিলপত্রে জাতীয় ফুল শাপলা বা এর জলছাপ আঁকা থাকে।
আরেকটি কারণ হলো, বাংলাদেশের নদীমাতৃক দেশ। তাই সারা দেশে শাপলা পাওয়া যায়। দেশের আানাচে- কানাচে নদী, খাল-বিল,হাওর-বাঁওড় ও পুকুর – ডোবা ছড়িয়ে আছে। আর এখানে সারা বছর প্রচুর শাপলা ফোটে।
শাপলা ফুল শ্রীলঙ্কারও জাতীয় ফুল।
তবে সাদা নয়, নীল শাপলা। শ্রীলঙ্কার এই ফুল ‘নিল মাহানেল’ নামে পরিচিত। শ্রীলঙ্কার ভাষায় নীল থেকে এ ফুলকে ইংরেজিতে অনেক সময় ‘ব্লু লোটাস ‘বলা হয় দেশটির বিভিন্ন পুকুর ও প্রকৃতিক হৃদে এ ফুল ফোটে। ওখানকার বৌদ্ধদের বিশ্বাস গৌতম বুদ্ধের পায়ের ছাপে পাওয়া ১০৮টি শুভ চিহ্নের মাঝে একটি ছিল এই শাপলা ফুল। সারা বিশ্বের ৫০ প্রজাতির শাপলা আছে, কিন্তু বাংলাদেশের মাত্র ২ প্রজাতির শাপলা জন্ম। সাদা ও লাল।


সংবাদটি শেয়ার করুন:
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা